
বাংলার বার্তা ডেস্কঃ
২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের নৃশংস তাণ্ডবে শহীদ হয়েছে শতাধিক শিশু-কিশোর। তৎকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের যৌথ নিষ্ঠুর নির্যাতন এবং হামলায় আহত হয়েছেন অগণিত শিশু-কিশোর। তার মধ্যে অন্যতম ঐতিহাসিক এক নাম হাসনাতুল ইসলাম ফাইয়াজ।
হাসনাতুল ইসলাম ফাইয়াজকে জুলাই আন্দোলনের কারফিউয়ের সময় ব্লক রেইড দিয়ে যাত্রাবাড়ীর বাসা থেকে গভীর রাতে গ্রেপ্তার করে পুলিশে বিশেষ গোয়েন্দা সংস্থা। এরপর থানায় নিয়ে তাকে করা হয় অমানবিক নির্যাতন। পরবর্তীতে আদালত জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ঢাকার সিএমএম আদালত ফাইয়াজকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। তখন ফাইয়াজের বয়স ছিল ১৭ বছর।
হাসনাতুল ইসলাম ফাইয়াজের জন্ম ২০০৭ সালের ১৯ এপ্রিল। পড়াশোনা করেছেন নোয়াখালী জেলা স্কুল ও ঢাকার শামসুল হক খান স্কুল এন্ড কলেজে। বর্তমানে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। ফাইয়াজের সাহসের বাতিঘর জুলাই গণঅভ্যুত্থানের আইকনিক ফিগার শহীদ আবু সাঈদ। জুলাই গণঅভ্যুত্থানের সংগ্রামমুখর দিনগুলোতে তার অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি, দেশের বর্তমান ও ভবিষ্যত নিয়ে প্রত্যাশা ও ভূমিকার কথা জানান।
Leave a Reply